
গোপাল শীল, মগরাহাট:অবশেষে স্ত্রীকে খুন করে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্ত স্বামী বরুন মন্ডল কে গ্রেফতার করলো পুলিশ। ঘটনার তিনদিনের পরে মগরাহাটের বেলাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মগরাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে , নিজের পরিচয় গোপন করার জন্য মাথা ন্যাড়া করে বেলাড়িয়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল বরুণ মন্ডল। মগরাহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত বরুন মন্ডল কে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করে। সোমবার রবিন মন্ডল কে বারুইপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।