
স্পোর্টস ডেস্ক : ১৫০ জনের বেশি মহিলাকে নিয়ে প্রথমবার অপরাজিতা কার রেলির আয়োজন করছ। ৭ মার্চ শহর জুড়ে ৩৫ কিলোমিটার এই রেলির প্রধান উদ্যোক্তা ডিকেএস ক্লাব। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ৯ মার্চ এই রেলির আয়োজন করতো, কিন্তু ৮ মার্চ যেহেতু বিশ্ব নারীদিবস তাই এই দিনটাকে মাথায় রেখে তারা ৮ মার্চ আয়োজন করছে। দুপুর দুটোর সময় দেশপ্রিয় পার্কের তিলক রোড থেকে রেলি শুরু হবে। দু ঘন্টার এই রেলি। ২টো থেকে তিনটে পর্যন্ত চলবে ফ্ল্যাগ অফ। ফ্ল্যাগ অফ করবেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। এছাড়া উপস্থিত থাকবেন লীনা গঙ্গোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, রচনা ব্যানার্জি প্রমুখ।