
স্পোর্টস ডেস্ক :বিশ্ব দাবা দিবসে ইসরে কলকাতা চেপ্টার এর আয়োজনে আজ ২০ জুলাই ২০২৪ শনিবার বিশ্ব দাবা দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এর ফ্লীই ওভারের তলায় অনুষ্ঠিত হলো একদিনের দাবা প্রতিযোগিতা। ইসরের পক্ষ থেকে এই দাবা প্রতিযোগিতার মূল উদ্যোগতা শঙ্খ ভট্টাচার্য্য
জানালেন এই প্রতিযোগিতা তাদের দ্বিতীয় বছর। আজ একদিনের এই প্রতিযোগিতায় ৩০ জন অংশ নিয়েছিলো।