
স্পোর্টস ডেস্ক :জল্পনাটা আগে থেকেই চলছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল যশস্বী জয়সওয়ালের। ওপেনার হিসাবে রোহিত শর্নার সঙ্গেই এবার মাঠে নামতে চলেছেন যশস্বী জয়সওয়াল। বুধবার ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচেই ভারতীয় দলের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হল এই তরুণ ক্রিকেটারের। শুধু তিনিই নন একইসঙ্গে ভারতের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হল ঈশান কিষাণেরও। বিরাট কোহলির হাত থেকেই অভিষেক ক্যাপ উঠল ইশান কিষাণের মাথায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময় যশস্বী জয়সওয়ালকে রেখেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। সেই থেকেই তাঁকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়ালের। আইপিেলের ম়্চে তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরই তাঁকে ভারতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে যশস্বী জয়সওয়ালকে প্রতম একাদশে রাখা হলে কোন জডায়গায় এই তরুণ ক্রিকেটারকে খেলানো হবে সেটা নিয়েই একটা গুঞ্জন ছিল। শেষপর্যন্ত ওপেনার হিসাবে্ই যশস্বী জয়সওয়ালকে খেলানোর সিদ্ধান্কত নেওয়া হয়েছে।এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর হাত ধরেই একের পর এক ম্য়াচে সাফল্য পেয়েছিল রাজস্থান রয়্যালস। ৬০০ রানের গন্ডীও টপকে গিয়েছিলেন এই তকরুণ ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল একটি সেঞ্চুরী ইনিংসও। সেউই থেকেই সকলের নজর কে়ড়েছিলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর শুধু অপেক্ষা ছিল তাঁর প্রথম একাদশে আসার। সেখানেই জায়গা করে নিলেন যশস্বী জয়সওয়াল। তিনি কেলবেন ওপেনিংয়ে। তিন নম্বরে ব্যাটিং করবেন সুভমন গিল। একইসঙ্গে কেএস ভরতের পরিবর্তে ঈশান কিষাণকেই প্রথম একাদশে উইকেটকিপার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।