
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: একদিকে বিজয়া দশমী অপরদিকে আদিবাসী সম্প্রদায়ের দ্বিতীয়া যাত্রা। এই উপলক্ষে দীর্ঘ সময় ধরে উমার বিদায়ের রাতে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হয় এক অনন্য সাংস্কৃতিক উৎসব ।চা শ্রমিকদের কাছে যা নাচের মেলা বলেই পরিচিত। দশমীর দিন সন্ধ্যে বেলায় যখন একে একে মণ্ডপ ছেড়ে কৈলাসের পথে যাত্রা করছে উমা ,ঠিক সেই সময় বিষাদের ছায়াকে দূরে সরিয়ে রেখে ধামসা মাদলের তালে মেতে ওঠেন চা বলয়ের আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়। রাত বাড়ার সঙ্গে রঙিন হয়ে ওঠে এই অনুষ্ঠান। প্রথাগত আদিবাসী নাচ গানের সঙ্গে সময়ের চাহিদা মেটাতে আধুনিকতার ছোঁয়াও লাগে এই অনুষ্ঠানে।নাচের মেলায় আগত চা বাগান শ্রমিক বাবলু ওরাও জানালেন, মা, বাবার মূখে শোনা ১৯৮৩ সাল থেকে অনুষ্ঠানকে ঘিরে শুরু হয় মেলা।
মূলত আদিবাসী সম্প্রদায়ের করম পূজার পর দ্বিতীয়া পালিত হয়।সেই দ্বিতীয়া যাত্রা কে সম্মিলিত ভাবে পালন করতেই এই আনন্দ উৎসব নাচ গান।