
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চিঠির জবাব পেলেন তিনি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণ দেবী এই চিঠির উত্তর দিয়েছেন। কিছু বিষয় চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।
২২ অগাস্ট ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৩০ অগাস্ট ফের চিঠি দেন তিনি। চিঠি দেওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে জবাব দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। জবাবি চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘বাংলায় ধর্ষণ ও পকসো মামলার জন্য ১১টি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট আছে ৷ সেগুলিকে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে না। বাংলায় ৪৮ হাজার ৬০০টি ধর্ষণ এবং পকসো মামলা বিচারাধীন ৷ প্রয়োজনে ১১টি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টকে সচল করে কাজে লাগাতে পারে রাজ্য, কিন্তু তা করেনি ৷ মুখ্যমন্ত্রীর চিঠিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্টগুলি কাজে লাগাতে না পারার বিষয়টিকেই চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।