
গোপাল শীল,কাকদ্বীপ:
ফের মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমান্তে ঢুকে আটক বাংলার তিরিশজন মৎসজীবী। আতঙ্কে মৎসজীবীদের পরিবার।জানা গেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ এলাকার এফবি অভিজিৎ এবং এফ বি নারায়ন নামক দুটি ট্রলার মাছ ধরতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তখন বাংলাদেশ কোস্টগার্ড তাদেরকে গ্রেপ্তার করে মংলা বন্দরে নিয়ে যায়। মংলা থানার পক্ষ থেকে ওই তিরিশজন মৎসজীবীকে বাংলাদেশের বাগেরহাট আদালতে তোলা হয়।আদালত তাদের জেলে হেফাজতের নির্দেশ দেয়।বর্তমানে বাগেরহাট জেলে তারা রয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ায় , আতঙ্কে রয়েছেন ওই মৎসজীবী পরিবারের সদস্যরা। পাশাপাশি বৃহস্পতিবার সকাল বেলা কয়েক শতাধিক মানুষকে ঐ মৎস্যজীবীদের বাড়ির পাশে ভিড় করতে ও দেখা যায়।
মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।