
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
মুম্বাইয়ের “ইন্ডিয়া” জোটের বৈঠকের পর ধুপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নিশানায় শুধুই বিজেপি।শনিবার ভোট প্রচারের শুরু থেকেই অভিষেকের নিশানায় ছিল কেন্দ্রীয় বঞ্চনা এবং দেশ জুড়ে ভীতির পরিবেশ সৃষ্টি করার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে ।পাশাপাশি তার দাবি বিজেপি শুধু ভোটের জন্য রাজনীতি করে,সাধারণ মানুষের কথা ভাবেনা।তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতাদের বাংলায় আসতে দেখা যায়।তারপর গেরুয়া নেতাদের আর বাংলায় দেখা যায়না।কিন্তু তৃনমূল সব সময় মানুষের সঙ্গে থাকে।
তবে উল্লেখযোগ্য ভাবে মহাজোটের সঙ্গী সিপিআইএম ও কংগ্রেসকে একবারও আক্রমণ করতে দেখা যায়নি ডায়মন্ড হারবারের সাংসদ কে। কিন্তু ধুপগুড়িতে প্রচারে এসে অভিষেক বন্দোপাধ্যায় কে আক্রমণ করেন অধীর চৌধুরী ও মহম্মদ সেলিম,এমনকি অভিষেক কে গ্রেফতার করার ও দাবি তোলেন তারা।এদিনের অভিষেকের জনসভার পর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে,তবে কি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির বিরুদ্ধেই কি কোমর বেঁধে নামছে তৃনমূল। আর জোট সঙ্গী সিপিআইএম ও কংগ্রেস কে সমঝোতার বার্তা দেওয়া হচ্ছে।আজকে অভিষেক বন্দোপাধ্যায়ের বক্তৃতার পর এমনি ধারণা রাজনৈতিক মহলের
উজ্জ্বল হোর,জলপাইগুড়ি।