
সুইটি চক্রবর্তী, আগরতলাঃ আচমকা, শহরের বুকে চলল গুলি। ক্লাব দখলকে কেন্দ্র করে অশান্তির ছায়া আগরতলায়। গুলিতে মৃত্যু হয়েছে উষা বাজার ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদকের। মৃতের নাম, সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি। ঘটনার গোটা চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তদন্তে নেমে পুলিশ ভারতরত্ন সংঘের প্রক্তন সভাপতি প্রদ্যুৎ চৌধুরী গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বামুটিয়ার শালবাগান এলাকায় ভিকিকে গুলি করে দুষ্কৃতিরা। জখম অবস্থায় তাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা দুর্গা প্রসন্ন দেবকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুলি লেগে মৃত্যু হয়েছে ভিকির।
মৃতের পরিবারের অভিযোগ ভারতরত্ন ক্লাবের কয়েক জন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। মৃতের স্ত্রীর দাবি, প্রদ্যুৎ চৌধুরী, রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস হত্যা কান্ডের সঙ্গে জড়িত। তদন্তে নেমে এয়ারপোর্ট থানার পুলিশ প্রদ্যুৎ চৌধুরী নামে এক জনকে গ্রেফতার করেছে। প্রদ্যুৎ উষা বাজার ভারতরত্ন সংঘের প্রক্তন সভাপতি।