
প্রদীপ মাইতি,তাজপুর:
১৩ বছরের তৃনমূলের জমানায় বেনজীর সিদ্ধান্ত। বিতর্কিত মন্ত্রী অখিল গিরীকে পদত্যাগের নির্দেশ দিলো তৃনমূল।পদত্যাগ না করলে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল সরকার। উল্লেখ্য শনিবার তাজপুরে এক মহিলা রেঞ্জার অফিসার কে মারধোর করার হুঁশিয়ারি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করার ভিডিও প্রকাশ্যে এসেছিলো।
এর পরেই সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র।তৃনমূল শীর্ষ নেতৃত্বর পক্ষ থেকে তাকে ওই মহিলার কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়ায় হয়।কিন্তু অখিল রবিবার সেই ঘটনার জন্য ক্ষমা না চেয়ে পাল্টা ওই ঘটনার জন্য ওই মহিলা অফিসারকেই দায়ী করেন।এরপরেই তৃনমূলের পক্ষ থেকে নেওয়া কড়া সিদ্ধান্ত। কারা মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।না হলে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।