
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: আমতলার একটি পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত বড় কাছারি শিব মন্দির ,অতি প্রাচীন এবং প্রসিদ্ধ। বহুদূরান্ত থেকে এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। শ্রাবণ মাসে ভক্ত সমাগম অনেক বেশি লক্ষ্য করা যায়। সেই মন্দির সংলগ্ন একটি পুকুরে হঠাৎই ভেসে উঠতে দেখা যায় এক মহিলার মৃতদেহ।
পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ থেকে উদ্ধার করে। তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানা গেছে , এই মহিলার নাম বুলা সরদার। বেশ কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন এই মহিলা। মাঝে মাঝেই মহিলাটিকে এলাকাতে দেখা গেলেও বাড়িতে ফিরতেন না তিনি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।