
সুমন্ত দাশগুপ্ত,নয়াদিল্লিঃ বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং নিরপেক্ষ নন, এমনটাই বিস্ফোরক দাবি করলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। বিচারক রঘুবীর সিং’র বেঞ্চ থেকে তাঁর মামলা স্থানান্তর করা হোক। পাঠানো হোক অন্য বেঞ্চে। আদালতে এমনই আর্জি জানালেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা কেষ্ট মণ্ডল। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পিটিশন দাখিল করেছেন অনুব্রতর আইনজীবী। কেষ্টর দাবি পরিপ্রেক্ষিতে ইডির কোনও বক্তব্য রয়েছে কি না তা জানতে চেয়েছেন বিচারক। শুনানি আগামী ১৯ শে জুলাই।
প্রসঙ্গত, বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিং’র এজলাসে মূলত অনুব্রত মণ্ডল সহ যাবতীয় গোরুপাচার মামলার শুনানি চলছে। কেষ্টর দাবি, যথাযথ বিচার পাওয়া যাচ্ছে না। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্ট মণ্ডলের দাবি বিচারক রঘুবীর সিং নিরপেক্ষ নন। সেই কারণেই এজলাস বদলের আর্জি জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা কেষ্ট আবেদন নিয়ে স্পেশাল সিবিআই বিচারক অরুণ ভরদ্বাজের এজলাসে শুনানি হয়। অনুব্রতর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইডির কোনও বক্তব্য রয়েছে কি না তা জানতে চেয়েছেন বিচারক। ইডিকে মতামত জানানোর জন্য ১৪ দিন সময় দিয়েছেন বিচারপতি অরুণ ভরদ্বাজ। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই।