
প্রতীতী ঘোষ, ব্যারাকপুর : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চরছে রাজনীতির পারদ. উত্তর থেকে দক্ষিণ, প্রচারে ব্যস্ত প্রার্থীরা. পাশাপাশি বিরাম নেই আক্রমণ-প্রতি আক্রমণেও.
এবার অর্জুন সিং-কে তীব্র কটাক্ষ করলেন ব্রাত্য বসু. “২০১৯ এর মতো অবস্থা ব্যারাকপুরে নেই. এবার অর্জুন সিং এর অবস্থা হয়েছে তার ছেলের মত. তাই অর্জুনের হার নিশ্চিত”, ইছাপুরে এসে এমনটাই বলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
অর্জুনও ছাড়ার পাত্র নন. ব্রাত্যকে পাল্টা দিলেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, ‘আমি অর্জুন, অভিমন্যু নই, আমি এরকম চক্রব্যুহ অনেক ভেঙেছি।”
প্রসঙ্গত, বাংলায় ৪২ টি লোকসভা কেন্দ্রর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র. এবার এখানে লড়াই ত্রিমুখী. বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অর্জুন সিং. তৃণমূল বাজি রেখেছে পার্থ ভৌমিককে. আর বামেদের তুরুপের তাস অভিনেতা দেবদূত ঘোষ. শেষ পর্যন্ত কার ওপর সদয় হয় ব্যারাকপুরবাসী, তা জানা যাবে ৪ জুন