
প্রতীতী ঘোষ, উত্তর ২৪ পরগনা : জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় সংঘাতে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ অর্জুন সিংহ. একাধিকবার প্রকাশ্যে একে অপরকে বিঁধেছেন দুজন। দুই নেতার বাগযুদ্ধে অস্বস্তি ঘাসফুল শিবিরে। এই আবহেই ফের একবার কাঁচরাপাড়ায় এক রক্তদান শিবিরে এসে সাংসদ অর্জুন সিংহকে নিয়ে বিস্ফোরক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যা। তিনি বলেন, ‘ভিকি খুনে ধৃত অর্জুনের ভাইপো পাপ্পু সিং বলেছে, কাকাকে ছাড়া সে কোনও কাজ করে না। স্পষ্টতই, ভিকি খুনের পাশপাপাশি গোপাল মজুমদার খুনেও জড়িত অর্জুন সিং’।
শুধু সোমনাথ শ্যামই নন, অর্জুনকে এবার ‘পাল্টুরাম’ বলে কটাক্ষ তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর. তিনি বলেন, ‘ছেলেকে বিজেপিতে ঢুকিয়েছে আর নিজে তৃণমূলে করছেন. খুব তাড়াতাড়ি নীতীশ কুমারের মতো দলবদল করবেন তিনি’।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিধায়ক বনাম সাংসদের এই সংঘাতের উত্তাপ শুধুমাত্র দলের অভ্যন্তরে নয়, জেলা রাজনীতিতেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে শুধু শাসকদলের নেতৃত্ব, এমনটি নয়। নজর রাখছেন বিরোধী দলের নেতারাও।