
নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ইডি হেফাজত শেষে আদালতে তোলা হয় আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিয়ালকে। তবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালত সেই আবেদনে সাড়া না দিয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। তাঁকে আজই তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও ইডি আদালতে জানিয়েছে, তদন্তে একদমই সহযোগিতা করছেন না কেজরিওয়াল।