
দুর্গাপুর, অনুসুয়া সিনহা: আসানসোলের জাতীয় সড়কে স্থানীয় ব্যবসায়ী দীনেশ গোড়াই কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো বেশ কিছু যুবকের বিরুদ্ধে। যদিও চার চাকা গাড়ির ভিতরে থাকা দীনেশ লক্ষ্য ভ্রষ্ট হলে তার গাড়ির পিছনেই গুলি লাগে বলে জানা গেছে।
ব্যবসায়ী দীনেশ গোড়াই জানান তিনি জাতীয় সড়কের পাশে একটি হোটেলে খাবার আনতে গিয়েছিলেন। সে সময় হঠাৎ ই বেশ কিছু যুবক মোটর বাইক নিয়ে তাকে ধাওয়া করে এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এলাকার তৃণমূল কাউন্সিলর অর্জুন মাঝির অভিযোগ দীর্ঘ দিন ধরে এলাকায় জমি মাফিয়াদের দাপট চলছে। পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে। যেহেতু জাতীয় সড়ক মেন্টেনেন্স এর কাজ দীনেশ বাবু পেয়েছেন। এবং জাতীয় সড়কের জমি দখল ও ব্যারিকেড কেটে নেবার বিরোধিতা করেছিলেন তিনি। সে কারণেই জমি মাফিয়ারা এই কান্ড ঘটিয়েছে।প্রকাশ্যে দিনের বেলায় জাতীয় সড়কে হোটেলের সামনে গুলি চলার ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসন। হোটেলের সি সি টিভি ক্যামেরার ছবি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।