
জয়ন্ত সাহা,আসানসোল: জামুরিয়া শ্যামলা অঞ্চলের খোট্টাডিহী গ্রামের ডিপাড়ায় অবিশ্বাস্য একটি ঘটনা ঘটেছে। ডিপাড়ার বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালা বিবি সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা।গ্রামের বাসিন্দা সোমনাথ মণ্ডল জানায় যে সমস্ত ফার্ম থেকে ডিমগুলো আসছে সেগুলি সরকার থেকে ভেরিফাই করে যাতে পাঠানো হয়।গ্রামবাসীরা আতঙ্কে আছে।