
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুরুচিকর’ আক্রমণ। নির্বাচন কমিশনের কাছে শোকজের জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দুঃখপ্রকাশ করে বপ্লেছেন, “ব্যক্তিগত হেনস্থার জন্য বক্তব্য নয়”।
লোকসভার নির্বাচনে এবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে নেমে ঝড় তুলেছেন তিনি। প্রচারে বেরিয়ে গত মঙ্গলবার সাংবাদিকের মুখোমুখি হয়ে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে। বলেছিলেন, ‘গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন! যার তার মেয়ে হওয়া ঠিক নয়’।
এদিকে এই মন্তব্যে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করে তৃণমূল। তাঁকে শোকজের নোটিশ ধরায় কমিশন। শুক্রবার বিকেল ৫ মধ্যেই জবাব দিতে বলা হয়েছিল। চিঠিতে দিলীপের জানিয়েছেন, ‘আমরা পুরো বক্তব্যকে দেখানো হচ্ছে না। একটা অংশ তুলে ধরে প্রচার করা হচ্ছে’। তিনি লিখেছেন, আমার বক্তব্যে জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকে, তাহলে দুঃখ প্রকাশ করছি’।