
রঙ বদলায় মানুষ। কথাটি “কাগুজে” কথা নয়। কথাটা বাস্তব সত্যি। আর এমন মানুষের সংখ্যা এই দুনিয়ায় নেহাত কম নেই। তাঁরা আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। রোজ ঘুরে বেড়ায়। এরা কেউ থাকে মুখোশের আড়ালে। আবার কেউ থাকে বন্ধুর ছদ্মবেশে। কিন্তু কীভাবে চিনবেন এদের? আর এই নিয়েই ওঙ্কার বাংলার জন্য ‘কি প্যাডে’ কলম ধরেছেন সমুদ্র দেব।
এই রঙ বদলানো মানুষজন আদতে স্বার্থপর। শুধুমাত্র নিজের স্বার্থটাই বোঝেন। আর স্বার্থ সিদ্ধি করতে, এরা যে কোনও উপায় অবলম্বন করতে পারেন। অনেক সময় বোঝা যায় না এদের মুখের ওপর কটা মুখোশ। স্বার্থসিদ্ধির প্রয়োজনে এরা কথার ভাঁজে চিড়ে ভিজিয়ে ফেলতে এরা সিদ্ধহস্ত। এদের আবেগপূর্ণ কথায়, শরীরি ভাষায় অনেকের মন গলে যায়।
এই রঙ বদলানো মানুষের মধ্যে, আবার এমন ধরনের মানুষ রয়েছেন, যাঁরা স্বার্থসিদ্ধির জন্য বিপরীত প্রান্তে থাকা মানুষটির ভুল ধরতে থাকেন। ছোটখাটো ভুলকেও এতটা বড় করে দেখায় যে বিপরীত প্রান্তের মানুষটি কত বড় ক্ষতিটাই না করে ফেলেছেন! আর বিপরীত প্রান্তে যদি আপনি থাকেন দেখবেন, এই রঙ বদলানো মানুষের দল বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করে। এরা আবার সাধারণ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে খুব সহজে। নিজের প্রভাব-প্রতিপত্তি প্রমাণ করতে গিয়ে চারপাশের হাসিখুশি পরিবেশ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন এরাই, এই রঙ বদলানো মানুষগুলোই।
আর এক ধরনের রঙ বদলানো মানুষ আছে, যারা সূক্ষ্মভাবে একটি কার্ড খেলতে পারেন। যেই কার্ড দিয়ে আপনাকে সহজে বশীভূত করতে পারে। এরা আপনাকে অর্থাৎ তাঁর বিপরীত প্রান্তের যে কারো কাছে প্রমাণ করতে চায়,যে সমস্ত খারাপ তাঁদের সঙ্গেই হয়েছে। সঙ্গে তাঁর জীবনের হতাশার কথা। আর সারাক্ষণ হতাশাজনক কথা শুনলে আপনি হাসিখুশি থাকবেন কীভাবে!
এই রঙ বদলানো স্বার্থপর মানুষজনগুলি, খুব নেগেটিভ হয়। তাই এবার বদলে ফেলুন নিজের চারিপাশ। ভালো থাকতে গেলে নেগেটিভ চিন্তা ধারার মানুষগুলিকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখুন। ভাল থাকুন। আনন্দে থাকুন। সুস্থ থাকুন।