
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গি টার্গেটে রয়েছেন? সোমবারের সেদিকেই ইঙ্গিত করলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করা হয়েছে। অভিষেক ও তাঁর পিএ’র ফোন নম্বর জোগাড় করেন এক জঙ্গি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগে। গত ১৮ এপ্রিল কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে উঠেছিলেন রাজারাম রেগে। দুদিন ছিলেন কলকাতায়। এই দুদিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসে রেইকি করেন রাজারাম রেগে। তাঁকে ভিডিওগ্রাফি করতে দেখা যায়। গোপন সূত্র মারফত খবর যায় পুলিশের কাছে। ইতিমধ্যেই মুম্বই থেকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছে রাজারাম রেগেকে। তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। অ্যাডিশনাল কমিশনার আরও জানান, অভিষেকের এবং তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বর পর্যন্ত জোগাড় করেছিলেন রাজারাম রেগে। ঘটনার পর অভিষেক নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে।