
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ অয়ন শীলের সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল যে পুরসভা গুলির বিরুদ্ধে তাদের নিজাম প্যালেসে ডাকা শুরু করলো সিবিআই। যে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়েছিল সিবিআই তার মধ্যে বেশ কয়েকটি পুরসভার কর্তৃপক্ষকে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। যেমন নদীয়ার কৃষ্ণনগর, শান্তিপুর ইত্যাদি পৌরসভার কর্তৃপক্ষকে বুধবার ই নিজাম প্যালেস জিজ্ঞাসাবাদ জন্য ডাকা হয়েছে।
উল্লেখ্য অয়ন শীলের মালিকানাধীন একটি বেসরকারি সংস্থাকে বহু পৌরসভায় চাকরির পরীক্ষা পরিচালনা করবার দায়িত্ব দেয়া হয়েছিল। সেখানেই মূলত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। আর্বান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট থেকে অয়ন শীলের ওই সংস্থাকে বিভিন্ন পুরসভায় চাকরির পরীক্ষা পরিচালনার জন্য সুপারিশ করা হয়।