
শঙ্কু কর্মকার,বালুরঘাট:লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠল বালুরঘাট পুরসভার বিরুদ্ধে।বিরোধীদের অভিযোগ টেন্ডার না ডেকে বেআইনি ভাবে কাজ করে ৬০ থেকে ৭০ লক্ষ টাকার দুর্নীতি করা হয়েছে। । এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। উল্লেখ্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার আলোকসজ্জার কাজ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি বলে বিরোধীদের অভিযোগ। আর এই বিষয়ে পৌরসভার মতামত জানতে বিরোধীরা RTI করলে, পৌরসভা এই RTI এর কোন সঠিক জবাব দিতে পারেনি বলে দাবি করে বিরোধীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন এ সবই অপপ্রচার ,উন্নয়নের কাজকে স্তব্ধ করতে এমন অভিযোগ করা হয়েছে,।আর এস পির তিন নম্বর লোকাল কমিটির সম্পাদক প্রলয় ঘোষ বলেন আমরা তিনবার RTI করে জানতে চেয়েছিলাম কত টাকা খরচ হয়েছে। কিন্তু চেয়ারম্যান বললেন আমি জবাব দেব না।এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন গোটা রাজ্যেই দুর্নীতি চলছে । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে দুর্নীতি হবেনা এটা বিশ্বাসযোগ্য নয়। শাসক দল অভিযোগ সম্পূর্ন অস্বীকার করলেও,বিরোধিরা RTI জবাব চেয়ে সরব পুরসভার বিরুদ্ধে।বর্তমানে এই ঘটনা নিয়েই উত্তপ্ত বালুরঘাট শহরের রাজনীতি।