
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার বানারহাটে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ ডিসেম্বর বানারহাটে তরুণ সংঘ ক্লাবের মাঠে প্রশাসনিক বৈঠক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর । , চলছে জোর কদমে মন্ত্র তৈরির কাজ, সাজিয়ে তোলা হচ্ছে সভাস্থল।সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক তৎপরতাও। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সমগ্র ডুয়ার্সের পাশাপাশি বানারহাট জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । সেই সঙ্গে কিন্তু জোর প্রস্তুতি চলছে বানারহাট তরুণ সংঘ ক্লাবের মাঠে। সভাস্থলের পাশে বানারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নামবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ডুয়ার্সে রাত্রিযাপন করবেন।তার এই সভাস্থল ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মন্ত্রীরা খতিয়ে দেখছেন।শুক্রবার সকালে সভাস্থলের কাজ কিভাবে চলছে তা খতিয়ে দেখলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক এবং জেলা তৃণমূল যুব সভাপতি সন্দীপ ছেত্রী ।