
স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাসক দল আওয়ামী লিগের প্রার্থী হলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান । শেখ হাসিনার দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে দেশের ক্রিকেট অধিনায়কের।
মাশরাফি মোর্তাজার পর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নির্বাচনে লড়বেন শাকিব আল হাসান। মনোনয়ন তালিকায় দেখা গিয়েছে মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। এই জেলারই ভূমিপুত্র শাকিব। বিশ্বকাপ পর্ব শেষ হওয়ার পর থেকেই শাকিবের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা চলছিল, তাঁর হয়ে মনোনয়ন পত্রও তোলা হয়। অবশেষে সেই জল্পনা সত্যি হল।মাগুরায় ২টি ও ঢাকার ১টি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন ফিরদৌস। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে তিনি মনোনয়ন পত্রও কেনেন। রবিবার আওয়ামী লিগ প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন ফিরদৌস।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফিরদৌসের পাশাপাশি আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হতে চলেছেন ক্রিকেটার শাকিব আল হাসানও।