
আল সাদি: ঢাকা,বাংলাদেশ: অবশেষে মান-অভিমান ভুলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আবারো জাতীয় দলে ফেরার আভাস দিয়েছে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান তামিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে তামিম বলেন,‘আমি আবারও জাতীয় দলে খেলছি। তবে যেহেতু আমি এখনও ফিট নেই এবং মানষিক অবস্থা ভালো না তাই আমাকে দেড় মাস বিশ্রাম দেয়া হয়েছে। এরপর আবারও জাতীয় দলে খেলছি। আমি প্রধানমন্ত্রীর কথা ফেলতো পারিনা। তিনি ক্রিকেট ভালো বাসেন।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার অভিমানে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা।