
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরপর থেকেই ক্রমশ বাড়ছে দুই দেশের মধ্যেকার সীমান্ত এলাকায় উত্তেজনা। দুদিন পর সেই চিত্রই দেখা যাচ্ছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত মানিক গঞ্জ ফাঁড়ির অধীনে সাতকুড়া সংলগ্ন ধরধরা গ্রামে। স্থানীয় বাসিন্দা সন্তোষ রায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, ওই দেশের বিরাট সংখ্যক মানুষ আমাদের দেশে চলে আসার জন্য জড়ো হয়েছে । বিএসএফ, পুলিস তাদের ভারতে ঢুকতে বাধা দিয়েছে, আমরাও এই নিয়ে আতঙ্কে রয়েছি।
উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা করে জানানও হয়েছে এই তথ্য।
অন্যদিকে, বাংলাদেশের পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাতে কোনওভাবে পড়শি দেশের প্রভাব এ দেশে না পড়ে। তার জন্য প্রশাসনকে সবটা নজরে রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।