
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের যারা চিকিৎসার জন্য ভারতে আসেন তাদের জন্য সুসংবাদ। এবার ঢাকা থেকে সরাসরি চেন্নাই পর্যন্ত বিমান চলবে। আগামী ১৬ ডিসেম্বর থেকেই এই রুটে বিমান চলাচল শুরু হবে বলেও জানানো হয়েছে। প্রতি মাসেই বাংলাদেশের কয়েক হাজার বাসিন্দা চিকিৎসার জন্য ভারতে আসেন। তারা মূলত চিকিৎসা করানোর জন্য বেছে নেন কলকাতাকে। তবে, অনেকেই চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে। কলকাতার পরেই চিকিৎসার জন্য সব থেকে বেশি বাংলাদেশি যান চেন্নাই। তাদের সুবিধার জন্যই এই বিমান চলাচল শুরু হচ্ছে। ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। সেদিন থেকেই চেন্নাই পর্যন্ত ওই ফ্লাইট চালানো সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ।