
বাংলাদেশে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে নির্বাচনের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ সন্ধ্যায় ঘোষণা করা হতে পারে। এদিন জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।
অন্যদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই এলাকায় পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ করা রয়েছে।
মনে করা হচ্ছে তফসিলে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে।