
ওঙ্কার বাংলা ডেস্ক: অবশেষে হিন্দু নির্যাতনের কথা স্বীকার করে নিল বাংলাদেশ প্রশাসন। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, গত অগস্ট মাস থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর ৮৮টি হিংসার ঘটনা ঘটেছে। হিংসা রুখতে পদক্ষেপও নিয়েছে মহম্মদ ইউনুসের প্রশাসন। এখনও পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ।উল্লেখ্য গত সোমবার বাংলাদেশ সফরে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী। সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গেও। উচ্চপর্যায়ের এই বৈঠকে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিক্রম মিস্রী। যদিও বৈঠক শেষে হিন্দুদের উপর অত্যাচারের খবরকে ‘বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য’ বলে দাবি করে মহম্মদ ইউনুসের প্রশাসন। কিন্তু এবার এই বিষয়ে নিজেদের অবস্থানে বদল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেদেশে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে বলে মঙ্গলবার রাতে মেনে নিল মহম্মদ ইউনুসের প্রশাসন।