
আল সাদি, ঢাকা : কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় গ্রেফতার তিনজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে কান্নায় ভেঙে পড়েন শিলাস্তি রহমান। রিমান্ড শুনানির একপর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে কিছু জানি না।
অন্যদিকে, কসাই জিহাদ হওলাদারকেও নিয়ে আসা হয়েছে ভাঙ্গরে। সাংসদের দেহাংশ কোথায় ফেলা হয়েছে, তা চিহ্নিত করতে জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।