
আল সাদি,ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি-জামায়েতের চলমান অবরোধ কেন্দ্র করে রাজশাহী বিভাগের পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এসময় ট্রেনের জানালা ভাঙচুর করেছেন তারা। আজ পহেলা নভেম্বর দুপুরে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সুত্রের খবর, ১৫-১৬ জনের একদল যুবক মৈত্রী ট্রেনে পেট্রল, পাথর ও ইট ছুড়ে ট্রেনের জানালার দুটি গ্লাস ভেঙে দিয়েছে। ট্রেন দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।
ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল জব্দ করেছে পুলিশ। হামলার ঘটনার পরপরই প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন ওঙ্কার বাংলাকে ট্রেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে হামলাকারীর কাউকে শনাক্ত করা যায় নি, হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।