
আল সাদি, ঢাকাঃ বাংলাদেশে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যে রাস্তা দিয়ে রথটি যাচ্ছিল তার উপরের ছিল বিদ্যুতের হাইটেনশন তার। রথের চুড়ো ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই বহু নারী-পুরুষ-শিশু মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কিত লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন। উদ্ধারে প্রথমিক ভাবে হাত লাগান স্থানীয়রাই। রথের চূড়া ওঠানো-নামানোর দায়িত্ব ছিল একজনের হাতে। তার ভুলেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমকে জানান বগুড়ার জেলাশাসক মহম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এটি আয়োজকদের ভুলে নিছক দুর্ঘটনা। তবুও দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বিদ্যুৎ বিভাগ ও পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ব্যক্তিদের সৎকারের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার ঘোষণা করা হয়েছে।