
ওঙ্কার ডেস্ক: শেখ হাসিনা সরকারের আমলে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ একাধিক অভিযোগে সরব ছিলেন নাগরিকরা। বিক্ষোভের মুখে পড়ে গত ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন হাসিনা।
বর্তমানে বাংলাদেশ পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বিভিন্ন বিষয়ে এবার সেই ইউনুস সরকারকে তোপ দাগলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নেতৃত্ব। স্বৈরাচারী সরকারের মতো ইউনুস সরকার জনগণের পকেট কাটার নীতি নিয়েছে বলে সরব বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি।
নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত অক্টোবর মাসে ন্যায্য মূল্যে জিনিসপত্র নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে ট্রাকে করে তেল, ডাল ও চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। এই দায়িত্ব নিয়েছিল সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি। ওই সংস্থা পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা সাড়ে ২৪ হাজার মানুষ ভর্তুকি মূল্যে চালডাল কেনার সুযোগ পাচ্ছিলেন।
সূত্রের খবর, মাত্র দুই মাস সাতদিন চলার পর এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। ৪৩ লক্ষ পরিবার কার্ডও বাতিল হয়েছে। এনিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
সিপিবি-র অভিযোগ, জনজীবনের সংকট নিরসনের জন্য মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের অবসান, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি বাস্তবায়িত করেনি অন্তর্বর্তী সরকার। পরিবারের কার্ড বাতিল করেছে। ফলে প্রায় ৫০ লক্ষ পরিবার সুলভমূল্যে চালডাল পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে দাবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মহম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের।