
আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান : বর্ধমানে মহা সমারোহে সম্পন্ন হল কলস যাত্রা। শ্রী শ্যাম সেবক মন্ডলের পক্ষ থেকে কলস যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ৫০০ জন মহিলা মাথায় কলস নিয়ে খালি পায়ে বর্ধমান জোড়া মন্দির থেকে যাত্রা শুরু করেন,যা শেষ হয় বাদাম তলা শিব মন্দিরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবনের গুরু মা,বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান শ্রী শ্যাম সেবক মন্ডলের ভক্ত মন্ডলী ও কর্মকর্তারা। সংগঠনের উদ্যোক্তা শ্রী সুভাষ পোদ্দার জানান,কলস যাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল শিব পুরাণ কথার ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক খোকন দাস। তিনি জানান, রবিবার থেকে এই কলসযাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেছেন। শিব পুরাণ কথায় অংশগ্রহণ করে তিনিও খুশি বলে জানান বিধায়ক।
আগামী ১১ ই সেপ্টেম্বর থেকে ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে এই শিব পুরাণ কথা। এই অনুষ্ঠানটি হবে বর্ধমান সংস্কৃতি লোক মঞ্চের অডিটোরিয়ামে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। সার্বিকভাবে এই অনুষ্ঠানকে সফল করতে বর্ধমানবাসীকে আহ্বান জানান সংস্থার উদ্যোক্তারা।