
প্রতীতি ঘোষ, ব্যারাকপুরঃ ‘এসএসসি সংক্রান্ত মামলায় আদালতের রায়ে মুখ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত, কিন্তু উনি দেহ ত্যাগ না করা পর্যন্ত পদ ত্যাগ করবেন না’ এবার এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর ঠিক তার মাঝেই এসএসসি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগে বেনিয়মের অভিযোগ প্রমাণ হতেই, ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিল আদালত। চাকরি থেকে বরখাস্ত হয়েছেন ২৫,৭৫৩ জন। এই মামলায় রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক, নেতা যুব নেতাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার এসএসসি মামলার রায় সামনে আসতেই বঙ্গের শাসক তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। ভোট প্রচারে বেরিয়ে, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আদালতের রায়ে মুখ্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত, কিন্তু উনি দেহ ত্যাগ না করা পর্যন্ত পদ ত্যাগ করবেন না’
নিয়োগে দুর্নিতীর জন্য রাজ্য সরকার দায়ী করেন অর্জুন। তিনি আরও বলেন, মুখ্য মন্ত্রী যতই আদালতের নির্দেশে চাকরি চলে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখানোর কথা বলুন এখানে কোন ভাবেই কোন সহানুভূতি দেখানো সম্ভব নয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ব্যারাকপুর স্টেশন থেকে টিটাগর পর্যন্ত পদযাত্রা করে ভোট প্রচার করেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং ।