
সুকান্ত চট্টোপাধ্যায়, ব্যারাকপুর: ব্যারাকপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে ডি রোডে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ১১ বছরের মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তার নিজেরই মায়ের বিরূদ্ধে।
কবিতা ঘোষ, স্বামী ইন্দ্রজিৎ ঘোষ এবং একমাত্র মেয়ে রাজন্যা ঘোষকে নিয়ে ব্যারাকপুর সেন্ট্রাল রোডে ডি রোডে থাকতেন। রাজন্যা ঘোষের বয়স ১১ বছর, একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজন্যা। রাজন্যার বাবা ইন্দ্রজিৎ ঘোষ শুক্রবার রাতে পাশের ঘরে এসে দেখেন দরজা বন্ধ। দরজায় অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরেও না খোলায় তিনি প্রতিবেশীদের ডাকেন। এরপর পুলিশ আসলে দরজা ভেঙে দেখে মেয়েটি ঘরে বিছানায় পড়ে রয়েছে। টিটাগর পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পারে, মেয়েটির মা কবিতা ঘোষ শাশ্বরোধ করে নিজের মেয়েকে খুন করেছে। ঠিক কি কারণে এই খুন! তার তদন্ত শুরু করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কবিতা ঘোষ মানসিকভাবে অসুস্থ। নিজের একমাত্র সন্তানকে কেন মারলেন তিনি! তার তদন্তে নেমেছে পুলিশ।