
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েও জোরকদমে প্রচার চালাচ্ছেন কাউগাছি পঞ্চায়েতের লক্ষ্মী দাস।জয় এসেছে আগেই।তবু নিজেকে ঘরবন্দি না রেখে দলীয় কর্মীদের উৎসাহ জোগাছেন ব্যারাকপুর ব্লক-১ অধীনস্থ কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ৬৫ নম্বর পার্টের তৃণমূল প্রার্থী লক্ষ্মী দাস। সাধারণ গৃহবধূ হয়েও দলের যেকোন কাজেও সাবলীল লক্ষীদেবী । পিছিয়ে পড়া এলাকা বিবেকনগরে এবার প্রার্থী হয়েছেন তিনি । কিন্তু লক্ষ্মী দেবীর বিরুদ্ধে বাম-গেরুয়া কোনও দলই প্রার্থী দেয়নি। স্বাহাবিক ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। তবে জেতার পরেও এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে নিজের জন্য নয়। জেলা পরিষদের প্রার্থী অঞ্জনা রায় ও সমিতির প্রার্থী সুব্রত দাসের হয়ে তিনি বাড়ি বাড়ি ঘুরছেন। তার পরিষ্কার বক্তব্য আমি জিতেছি কিন্তু আমার এক্তিয়ারে থাকা বাকি দলের ২ প্রার্থীকে জেতানো আমার কর্তব্য।
পাশাপাশি লক্ষী দেবী জানিয়েছেন এলাকায় বেহাল দশায় থাকা রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার হাল ফেরানো তাঁর একমাত্র লক্ষ্য। এছাড়াও এলাকার একটি শিব মন্দিরকে ঢেলে সাজানোর ইচ্ছে রয়েছে লক্ষ্মী দেবীর।