
সুকান্ত চট্টোপাধ্যায়,বসিরহাট:
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের এক তৃনমূল কর্মী খুন।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ায় কুপিয়ে, বোমা মেরে খুন করা হলো বাউল শিল্পী পরিতোষ মণ্ডলকে। তিনি শালিপুর গ্রাম পঞ্চায়েতের পালিত পাড়ার বাসিন্দা ছিলেন। পরিতোষ বাবু এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। রবিবার রাতে হাসনাবাদে একটি পালাগান গাইতে যান তিনি।সেখান থেকে আর বাড়ি ফেরেননি শিল্পী । সকালে মৃত্যুর সংবাদ আসে বাড়িতে।মৃতের স্ত্রী ও মেয়ের দাবী পরিতোষ মণ্ডলকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। সঠিক তদন্ত করে অভিযুক্ত দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে গ্রামবাসীদের অভিযোগ পারিবারিক শত্রুতা ও সম্পত্তি সংক্রান্ত অশান্তির জেরেই খুন হয়েছেন পরিতোষ মন্ডল।তদন্ত শুরু করেছে পুলিশ।