
স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে প্রোটিয়ারা জয় পায়। আর দ্বিতীয় ইনিংসে জয় আসে অধিনায়ক টেম্বা বাভুমাকে ছাড়াই। তিনি চোট পান। দ্বিতীয় টেস্টে কেপটাউনে চোটের জন্য খেলতে পারবেন না বাভুমা। ফলে ক্যাপ্টেন্সি করবেন ডিন এলগার। দেশের জার্সিতে ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট সিরিজ খেলছেন এলগার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই এলগার জানিয়ে দিয়েছিলেন, এই সিরিজই তাঁর টেস্ট কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে। এ বার নিজের কেরিয়ারের শেষ টেস্টে তিনিই দলকে নেতৃত্ব দিতে চলেছেন। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল এলগারের। ৩৬ বছর বয়সী এই ব্যাটার ৮৫টি টেস্টে ৫৩৩১ রান করেছেন। ভারতের বিরুদ্ধে বিদায়ী সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। রোহিতের ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৮৭ বলে ১৮৫ রান করেন এলগার। এই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি।