
আল সাদি ঢাকা,বাংলাদেশ: রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুরে পৃথক অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সামনে থেকে বিদেশী মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারীরা হলেন, ১. মোঃ সানোয়ার হোসেন (৩৫), ২. মোঃ রফিকুল ইসলাম (২৩)।
বাসন থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আল্লাহরদান হোটেলের সামনে থেকে মাদক বিক্রেতা ১. মোঃ সানোয়ার হোসেনকে বিশ বোতল মদ এবং ২. মোঃ রফিকুল ইসলামকে ঊনিশে টাওয়ারের সামনে থেকে সত্তর পিস ইয়াবা সহ আটক করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসন থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।