
শেখ এরশাদ কলকাতা: বেহালা ঠাকুরপুকুরে আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা।পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুর ৩ এ বাস স্ট্যান্ড এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি টুরিস্ট বাস। এরপর সামনে একটি ফুলের দোকান ছিল সেই দোকানে ধাক্কা মারে বাসটি। সেই সময় দোকানের মধ্যে এক মহিলা ফুল বিক্রি করছিলেন। তিনি আহত হয়েছেন। পাশাপাশি আরো এক পথচারিকে ধাক্কা মারে এই বাসটি। আহত দের বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বাসটি আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে ১৫ বছরের একজন নাবালক ঘাতক বাসটি চালাচ্ছিলেন। একজন ১৫ বছরের নাবালক কিভাবে বাস চালাচ্ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।