
বিক্রমাদিত্য বিশ্বাস,ইসলামপুর : শুক্রবার চাঁদের উদ্দ্যেশ্যে রওনা দেয় চন্দ্রযান ৩। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশনের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান ৩। সেই চন্দ্রযান ৩ এর ক্যামেরা ডিজাইন করেছেন বাংলার ছেলে অনুজ নন্দী। অনুজের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে আশ্রম পাড়া এলাকায়।চন্দ্রযান তার লক্ষ্যে যাত্রা শুরুর পরই দারুণ আনন্দিত অনুজের পরিবার। অনুজের মা জানান ছোট থেকেই তিনি খুব ভালো ছিলেন পড়াশোনায়। প্রায় ১৭ বছর ধরে ব্যাঙ্গালোরে আছেন তিনি।
অনুজের এই সাফল্যে উচ্ছ্বসিত ইসলামপুরের আশ্রম পাড়া এলাকাবাসী। প্রত্যেকের আশা সফল হোক চন্দ্রযান ৩। উল্লেখ্য, ২৩ অগাস্ট ভারতীয় সময় বিকেল ৫টা বেজে ৪৭ মিনিটে চাঁদে পদার্পন করার কথা চন্দ্রযান ৩ এর। সবার নজর থাকবে সে দিকেই।