
ওঙ্কার ডেস্ক: স্যালাইন-কাণ্ডের জেরে সরানো হল স্বাস্থ্য দফতরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে। এব্যাপারে বুধবার রাতে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্যভবন। চৈতালি চক্রবর্তীর জায়গায় ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্বে আনা হয়েছে শুভাঞ্জন দাসকে।
স্যালাইন-কাণ্ডের প্রতিবাদে বুধবার স্বাস্থ্যভবন অভিযান করে বিজেপি। বিজেপি বিধায়কদের নিয়ে চৈতালি চক্রবর্তীর সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, বিরোধী দলনেতার প্রশ্নের সদুত্তর দিতে পারেননি চৈতালি চক্রবর্তী। সেকারণেই তাঁকে সরানো হল।
এদিকে স্বাস্থ্যভবনের একাংশের বক্তব্য, বিজেপির এই দাবির কোনও যৌক্তিকতা নেই। তাঁদের ব্যাখ্যা, বুধবার চৈতালি চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। যদিও সরানোর সিদ্ধান্ত সোমবারই নেওয়া হয়েছে। নবান্নের সবুজ সঙ্কেত পাওয়ার পর রদবদলের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল স্বাস্থ্য ভবন।
বিজেপি এই যুক্তি মানতে নারাজ। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভবিষ্যতে যাতে কোনও সরকারি আধিকারিক বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা না করেন, সেই বার্তা দিতেই চৈতালি চক্রবর্তীকে সরানো হয়েছে।
ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট দফতরের সচিবের পদ সামলাচ্ছিলেন চৈতালি চক্রবর্তী। ওষুধ সংক্রান্ত যাবতীয় বিষয়ের দায়িত্ব তাঁর হাতে। কোন কোন ওষুধ ব্যবহার করা হবে, কোন সংস্থাকে ওষুধের বরাত দেওয়া হবে, এসবের দায়িত্বে ছিলেন চৈতালিদেবী। উল্লেখ্য, স্যালাইন-কাণ্ড নিয়ে স্বাস্থ্যভবনের উপর বেজায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।