
সঞ্জীব গোঁগোঁই, গুয়াহাটিঃ অম্বুবাচী মেলা প্রতি বছর অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্রে কামাখ্যা মন্দিরকে গুরুত্বপূর্ণ মন্দির বলে মনে করা হয়। এই মন্দিরটি ৫১ টি শক্তিপীঠের মধ্যে একটি। কামাখ্যা মন্দিরে দেবী মা কামাখ্যা পূজিত হন। প্রতি বছর এই জুন মাসে মেলার আয়োজন করা হয়। প্রতি বছর লক্ষাধিক ভক্ত মেলায় আসেন মায়ের দর্শন পেতে। মেলা শেষে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় ভেজা কাপড়। যা মায়ের ঋতুস্রাবের বস্ত্র। আজ শনিবার ২২ জুন ২০২৪ থেকে শুরু হয়েছে মেলা। শেষ হবে বুধবার, ২৬ জুন। এই সময়ে, মন্দিরে প্রবেশ নিষেধ। তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন দেবীর চারপাশের কাপড় লাল রঙে ভিজে যায়। এই সময় গর্ভ গৃহের দরজা বন্ধ হয়ে যায়। এরপর তিন দিন পর মায়ের ঋতুস্রাব শেষ হলে মায়ের বিশেষ পুজো করা হয়। চতুর্থ দিন স্নানের পর দেবীকে সাজিয়ে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় দরজা।