
এক দিনে পারদ নামল ৩ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এক ধাক্কায় তা ৩ ডিগ্রি কমে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরে হাওয়ায় ফিরতে পারে শীতের আমেজ। যদিও এখনও পৌষের সেই চেনা শীতের দেখা মেলেনি। তবে এখনও কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।