
ওঙ্কার বাংলা ডেস্ক: ইতিহাসে এই প্রথম কুম্ভমেলায় নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে এনএসজি কম্যান্ডো। পাশাপাশি থাকবে স্নাইপার প্লাটুনও। জঙ্গি হামলার আশঙ্কায় প্রয়াগরাজে এই পদক্ষেপ নিতে চলেছে যোগী আদিত্যনাথের সরকার।
উল্লেখ্য কানাডাবাসী খলিস্তানি নেতা গুরুপতবন্ত সিংহ পন্নুন আগেই কুম্ভমেলায় হামলা করবেন বলে হুমকি দিয়েছেন। গোয়েন্দারাও রিপোর্ট দিয়েছে, বেশ কিছু জঙ্গি সংগঠন কুম্ভমেলায় হামলা চালাতে পারে। সেকারণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে।
উত্তরপ্রদেশ সরকার সূত্রের খবর, আসন্ন কুম্ভমেলাতে মোট ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে। থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারি ব্যবস্থা। সেইসঙ্গে থাকবে ‘বুলেটপ্রুফ আউটপোস্ট’ও। শাহি স্নানের স্থান, মন্দির এবং গাড়ির ‘পার্কিং লট’গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রয়াগরাজে আসন্ন কুম্ভমেলা শুরু হবে আগামী ১৩ জানুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি ৬ বছর অন্তর প্রয়াগরাজে কুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভ মেলা। তারপর ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভ মেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলা শুরু হতে চলেছে।