
প্রদীপ মাহাতো, পুরুলিয়া:- এক জিনাতে রক্ষে নেই হাজির তার সঙ্গীও ।বাঘিনী জিনাতের থাবার ছাপ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই উপস্থিত আরেক বাঘ। বন দফতর সুত্রের খবর, মঙ্গলবার থেকেই বান্দোয়ানের জঙ্গল লাগোয়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। এই বাঘটি জিনাতের সঙ্গী বলেই অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত জখম ও মৃত মিলিয়ে প্রায় ১০ টিরও বেশি ছাগল উদ্ধার হয়েছে গঙ্গামান্না এলাকা থেকে। তারপর থেকেই আতঙ্কিত এলাকাবাসী।
এলাকাবাসীদের দাবি, বাঘের হানাতেই মৃত্যু হয়েছে ছাগল গুলির। যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানাচ্ছেন বনদপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বাঘের খোঁজ চালাচ্ছে বন দফতর। বনদফতরের পক্ষ থেকে বান্দোয়ানের বিভিন্ন জঙ্গলে কুড়িটিরও বেশি ট্রেপ ক্যামেরা বসানো হয়েছে, সঙ্গে বাঘ বন্দি করতে ছাগলের টোপ ব্যবহার করে তিনটি খাঁচাও রাখা হয়েছে।