
নিজস্ব প্রতিনিধিঃ দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ছড়ালো ব্যাপক উত্তেজনা! আইএসএফ তৃণমূলের মধ্যে ঝামেলা। উত্তেজনা প্রশমিত করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা।অভিযোগ, আইএসএফের পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূলের পতাকা লাগানো হয়। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়।এরপর উত্তর কাশিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে বলে জানা গিয়েছে।