
নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের আগেই অরুণাচলে গেরুয়া ঝড়। উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি।
লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশে। ১৯ এপ্রিল ভোট এই রাজ্যে। শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। শনিবার ছিল প্রত্যাহারের শেষ দিন। আর দিনের শেষে হিসাব বলেছে, তাৎপর্যপূর্ণভাবে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বিজ্যীদের তালিকায় রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও উপমুখ্যমন্ত্রী শ্রী চৌনা মেইনচ, এআর রাতু টেকি, জিক্কে টাকো, নয়তো দুকাম, মুতচু মিথি, হাগে আপ্পা, টেকি কাসো, ডোংরু সিয়োগজু, ও শ্রীমতি দাসাংলু পুল।