
নিজস্ব প্রতিনিধিঃ টানাপড়েনের পরে অবশেষে বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া ব্লক। বিহারে ৪০টি লোকসভা কেন্দ্রের মধ্যে আরজেডি প্রার্থী লড়াই করবে ২৬ আসনে। কংগ্রেস ৯ আসনে লাড়াই করবে। বামেরা লড়নে ৫টি আসনে। তার মধ্যে সিপিআইএমএল (লিবারেশন) ৩, সিপিএম ১, সিপিআই ১ আসনে লড়বে।